ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

পটুয়াখালীতে কর্মকর্তা-কর্মারীদের ই-নথি বিষয়ক প্রশিক্ষন শুরু

পটুয়াখালীতে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারী অফিস সমূহের কর্মকর্তা-কর্মচারীদের ই-নথি বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। গতকাল ০২ নভেম্বর সেমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের দরবার হলে প্রধান

অতিথি হিসেবে পটুয়াখালী জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত ই- নথি বিষয়ক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারী কমিশনার অমিত রায়, সহকারী

কমিশনার উম্মে হাবিবা মজুমদার, সহকারী কমিশনার মানস চন্দ্র দাস, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সুমনা শারমিন শাওন, সিভিল সার্জন

অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুমন কুমার বালা প্রমুখ। কর্মশালার প্রথম ব্যাচে জেলাসহ উপজেলা অফিস সমূহের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন।

ads

Our Facebook Page